শিক্ষার্থীকে বলাৎকারের জেরে মাদরাসা অধ্যক্ষের বহিষ্কার দাবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার হওয়া আমানউল্যাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু আফসার মো. মিজানুর রহমানকে বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (৩০ এপ্রিল ) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ওই অধ্যক্ষকে বহিষ্কারের এ দাবি করেন তারা। এক বছরের ছুটি শেষে মাদরাসায় যোগদানের খবরে এ বিক্ষোভ করেন এলাকাবাসী।
এর আগে গত বছরের ১৬ এপ্রিল দিনগত রাতে তিনি এক ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে পুলিশের হাতে আটক হন। পরে একমাস জেল খেটে পদত্যাগের শর্তে এক বছরের ছুটিতে যান অধ্যক্ষ মিজানুর রহমান। তিনি স্থানীয় আমানউল্যাপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ওই অধ্যক্ষের বিরুদ্ধে এক বছর আগে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অনেকে ম্যানেজিং কমিটি বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। পরে অধ্যক্ষের অপসারণ ও বিচার দাবি করে ছাত্র-শিক্ষকরা মানববন্ধনসহ গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
মানববন্ধনে বক্তারা বলেন, যৌন নির্যাতন করার অভিযোগে মাদরাসা থেকে পদত্যাগ করার শর্তে দীর্ঘ এক বছর ছুটিতে থাকার পর তিনি আবার এ মাদরাসায় যোগদান করেন। বিষয়টি এলাকাবাসী ও অভিভাবকরা জানতে পেরে এ কর্মসূচি পালন করেছে। চরিত্রহীন এ ব্যক্তিকে অবিলম্বে মাদরাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণ করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও অধ্যক্ষ আবু আফসার মো. মিজানুর রহমানের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহীদুল আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ইকবাল হোসেন মজনু/এমআরআর