ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, পুলিশের ফাঁকা গুলি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:১৭ এএম, ৩০ এপ্রিল ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জায়গা সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদলার পাড় এলাকার আট শতাংশ জায়গা নিয়ে আব্দুল আজিজ ও মন্নাছ মিয়ার পাঁচ বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। শনিবার বিকেলে ওই জায়গায় ঘর নির্মাণে করতে যান আব্দুল আজিজ। বিষয়টি মন্নাছ মিয়ার লোকজন পুলিশকে জানালে ঘর তুলতে নিষেধ করে। এর মধ্যেই দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি করে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, আট শতাংশ জায়গা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

লিপসন আহমেদ/এসজে