ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোববার পাল্টে যাচ্ছে খুলনার গুরুত্বপূর্ণ দুই মোড়ের নাম

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ী ও ময়লাপোতা মোড়ের নাম রোববার (৩০ এপ্রিল) পাল্টে যাবে।

এদিন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাধারণ সভার আলোচ্যসূচিতে নগরীর শিববাড়ী মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ এবং বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (ময়লাপোতা মোড়) নাম পরিবর্তন করে ‘শহীদ শেখ আবু নাসের চত্বর’ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেসিসির সাধারণ সভার নোটিশে জানা গেছে, রোববার বেলা ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভার ৫ নম্বর সূচিতে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণর বিষয়ে উল্লেখ আছে। এছাড়া একই নম্বরের আলোচ্যসূচিতে বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগ স্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

আলমগীর হান্নান/ এমআরআর/জিকেএস