ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ৭ বগি উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গার্ড বগিসহ সাতটি বগির উদ্ধারকাজ শেষ হয়। তবে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো উদ্ধার করতে বিকেল সাড়ে ৪টার দিকে কাজ শুরু হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত হওয়া সব বগি উদ্ধার করা হয়েছে। তবে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: গরমে লাইন বেঁকে মালবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার হলেও লাইন মেরামত এখনো শেষ হয়নি। ঢাকাগামী লাইনটি মেরামত শেষে চালু হবে। তবে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

বিজ্ঞাপন