ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ, সরবরাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ দেখা দিয়েছে। এতে রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে রূপসী-কাঞ্চন সড়কে উপজেলার তারাব পৌরসভার রূপসী সিটি মিলস ও আফতাব ফিড মিলের পার্শ্ববর্তী স্থানে এ গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

তিতাস গ্যাস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ কাঞ্চন-রূপসী সড়কের রূপসী এলাকায় সিটি মিলস ও আফতাব ফিড মিলের মাঝামাঝি স্থানে শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। গ্যাস লিকেজ হয়ে ধোঁয়ার মতো আকাশের দিকে উঠতে থাকে। এসময় সড়কের একপাশে থেকে বড় আকারে গ্যাস বের হতে দেখা যায়। এতে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগ তাৎক্ষণিকভাবে সবগুলো সোর্স লাইন বন্ধ করে দেয়।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান জাগো নিউজকে জানান, রূপগঞ্জের রূপসী এলাকায় বেশ কয়েকটি হাই প্রেশারের শিল্প সংযোগ ও একটি আবাসিকে একাধিক গ্যাস পাইপলাইন রয়েছে। সেখানে একটি গ্যাস সংযোগ লাইনের পাইপে লিকেজ দেখা দিয়েছে। তবে কোন লাইনে লিকেজ দেখা দিয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি। সেটি চিহ্নিত করে মেরামত করতে কী পরিমাণ সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে।

এর আগে, রোববার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল দিনগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে (জাইকা) গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য রূপগঞ্জ ও আড়াইহাজারসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

এসআর/জেআইএম