ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে চাংক্রান পোয়ে উৎসব উদযাপন

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

বান্দরবানে পালিত হয়েছে ম্রো জনগোষ্ঠীর চাংক্রান পোয়ে (বর্ষবরণ) উৎসব। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির বটতলী চিম্বুক সড়ক ম্র লং পাড়ায় এ উৎসব উদযাপন করা হয়।

এ উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে সুতা তৈরি, পু্তির মালা তৈরি, ট্যাকেট খেলা, তক্রুং খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

jagonews24

বান্দরবান পার্বত্যজেলা পরিষদের সহযোগিতায় ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ম্রোদের চাংক্রান পোয়ে উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া ও লোকনৃত্য প্রতিযোগিতা এবং লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়।

এ সময় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, সহকারী পরিচালক লীলা মুরুং, সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমূখ।

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস