ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান

কেএনএফের ভয়ে পাড়া ছাড়লো আরও ৫০ পরিবার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ এপ্রিল ২০২৩

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচার ও নিপীড়নের ভয়ে পাড়া ছেড়েছে আরও ৫০ মারমা পরিবার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া থেকে রুমা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে তারা আশ্রয় নেন।

স্থানীয়রা জানায়, বুধবার (১৯ এপ্রিল) রুমা বাজার এলাকায় কেএনএফের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। এতে ক্ষুব্ধ হয়ে কেএনএফ সদস্যরা মুয়ালপি পাড়াবাসীর প্রাণনাশের হুমকি দেন। ফলে মুয়ালপি পাড়ায় বসবাসরত ৫০ মারমা পরিবার জীবন বাঁচাতে রুমা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নিয়েছেন।

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা জানান, কেএনএফের নির্যাতনের ভয়ে মুয়ালপি পাড়া থেকে ৫২ পরিবারের ২৩৬ জন সদস্য রুমা সদরে পালিয়ে এসেছেন। তারা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নিয়েছেন। নির্যাতনের শিকার মংবাচিং মারমা ও মংনাক মারমা রুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা পাড়াবাসীদের ভয়ভীতি প্রদর্শন করায় মুয়ালপি পাড়ার ৫০ মারমা পরিবার রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নিয়েছেন।

গত ৬ এপ্রিল রোয়াংছড়ির খামতাং পাড়া এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হন। এ ঘটনায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়েছে। জীবন বাঁচাতে স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে ছুটছেন। এরই মধ্যে বেশকিছু পাড়া খালি হয়ে গেছে।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস