ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় দেড় হাজার অসহায় পেলো নতুন পোশাক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

নওগাঁর ধামইরহাট উপজেলায় দেড় হাজার অসহায় লোকজনের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন প্রবাসী শিহাব উদ্দিন। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুশি ওই এলাকার দরিদ্ররা।

শিহাব উদ্দিন উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্রুনাই প্রবাসী। মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য-সহযোগিতা করায় এলাকায় তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি।

গত কয়েক বছর থেকেই শিহাব উদ্দিন এলাকার দরিদ্রদের সহযোগিতা করে আসছেন। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তার পক্ষ থেকে নতুন পোশাক বিতরণ করা হয়।

প্রবাসী শিহাব উদ্দিনের উদ্যোগে নিজ গ্রামসহ জাহানপুর-ইসবপুর ও ধামইরহাটের বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

পোশাক বিতরণে প্রধান অতিথি ছিলেন জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া। এসময় জাহানপুর ইউপি সদস্য আবু হাসান, আওয়ামী লীগ নেতা জুয়েল হোসেন, প্রবাসী শিহাব উদ্দিনের মা সাহারা বানু, বোন সেলিনা খাতুন, ভাগনে সৌরভ বাবুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইসবপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ সবেজান বলেন, গরিব মানুষ। পরিবারে ছয় সদস্য। ছেলের সংসারে কষ্ট করে থাকতে হয়। ঈদের জন্য একটি নতুন শাড়ি উপহার পেয়েছি। ছেলেকে কষ্ট করে আর কিনে দিতে হবে না। নতুন শাড়ি এটাই তো ঈদের খুশি। দোয়া করি তিনি (প্রবাসী শিহাব উদ্দিন) যেন আরও বেশি বেশি দান করতে পারেন।

প্রবাসী শিহাব উদ্দিন বলেন, বিদেশে যা উপার্জন করি তার ৬০ শতাংশই মানুষের কল্যাণে বিলিয়ে দিই। উপার্জনের অর্থ শুধু আমার পরিবার নয়, প্রতিবেশী ও এলাকার মানুষের যেন কাজে লাগে সেই প্রচেষ্টা থাকে। ঈদে এলাকার মানুষরা নতুন পোশাক পেয়ে খুশি হয়। তাদের মুখে হাসি ফোটে। তাদের হাসি দেখতে ভালো লাগে।

স্থানীয় জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, প্রবাসী শিহাব উদ্দিন এলাকায় একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি। আমরা জনপ্রতিনিধিরাও অনেক সময় সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করে উঠতে পারি না, যা শিহাব উদ্দিন করে দেখিয়েছেন। শুধু জনপ্রতিনিধি হয়েই নয়, ইচ্ছা থাকলে যে কেউ মানুষের সেবা করতে পারে। শিহাব উদ্দিন তার উজ্জ্বল দৃষ্টান্ত।

আব্বাস আলী/এমআরআর/এএসএম