ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় চলছে রাখাইনদের জলকেলি উৎসব

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

পুরোনো বছরের গ্লানি মুছে নতুনকে বরণ করতে বরগুনার তালতলী উপজেলার রাখাইনপাড়ায় চলছে জলকেলি উৎসব। রাখাইন বর্ষ ১৩৮৪ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৩৮৫ কে বরণ করতে তাদের এই উৎসব। যেটিকে রাখাইন ভাষায় বলে ‘সাংগ্রাই’। সোমবার (১৭ এপ্রিল) শুরু হওয়া এই জলকেলি উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

জলকেলি উৎসব ঘিরে রাখাইন পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। উৎসবে রাখাইন সম্প্রদায়ের সদস্যরা একে অপরকে পানি ছিটিয়ে পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করে নেন। রাখাইন সাংস্কৃতিক অনুষ্ঠান আর নাচে-গানে মেতে উঠেছেন তরুণ তরুণীরা।

jagonews24

রাখাইন সম্প্রদায়ের এই আয়োজন উপভোগ করতে ভিড় করছেন অন্য সম্প্রদায়ের লোকজনও। যার মধ্য দিয়ে এই আয়োজন রূপ নিয়েছে সর্বজনীন উৎসবে।

রাখাইন তরুণী দোলা ওয়েন জাগো নিউজকে বলেন, ইংরেজি ও বাংলা নতুন বর্ষকে যেভাবে বরণ করা হয় ঠিক তেমনভাবে রাখাইন বর্ষকে আমরা বরণ করে নিচ্ছি। এই অনুষ্ঠানে রাখাইন তরুণ-তরণীরা একে অপরকে পানি ছিটিয়ে পুরোনো বছরের ব্যর্থতা ও অপূর্ণতাকে ধুয়ে মুছে নব উদ্যমে শুরু করবে নতুন বছর।

jagonews24

জলকেলি উৎসব আয়োজন কমিটির সভাপতি রাখাইন নেতা তেং মং থে জাগো নিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা বর্ণাঢ্য আয়োজনে জলকেলি উৎসবের আয়োজন করেছি। এই উৎসবে রাখাইন সম্প্রদায়ের লোকজন ছাড়াও স্থানীয়রা এসে এই অনুষ্ঠানটিকে উজ্জীবিত করেছে।

তিনি আরও বলেন, উৎসব আয়োজনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জাগো নিউজকে বলেন, রাখাইন সম্প্রদায়ের তিনদিনের এই অনুষ্ঠানে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য পুলিশ কঠোর অবস্থানে আছে।

এমআরআর/জিকেএস