ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে: ভারতীয় হাইকমিশনার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য বড় মুহূর্ত।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের হলরুমে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ভিসা ইস্যুতে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের প্রচেষ্টায় সর্বদা আরও ভালো এবং আরও সুবিধা তৈরি করা হয়েছে। এমনকি আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা বাংলাদেশে করছি, সেগুলোর নেতিবাচক দিকগুলোকেও উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এসময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামসজিদ কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসি চৌধুরী জোবায়ের আহামেদ, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম প্রমুখ।

সোহান মাহমুদ/এসআর/এএসএম