ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সারের দাম বাড়িয়ে সরকার কৃষকের সঙ্গে প্রতারণা করেছে: প্রিন্স

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৩ এপ্রিল ২০২৩

সারের দাম বাড়িয়ে সরকার কৃষকের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে মনববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, ‘বিশ্ববাজারে বিভিন্ন সারের দাম যখন ২৫ থেকে ৬২ শতাংশ কমেছে, সরকার তখন বিশ্ববাজারে ঊর্ধ্বগতির মিথ্যা তথ্য দিয়ে নিজেদের দুর্নীতি, লুটপাট, ব্যর্থতা আড়াল করতে আবারও সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের সঙ্গে প্রতারণা করেছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের গণতন্ত্র, মানবাধিকার হরণ ও আবারও ভোট চুরির নির্বাচনের বিরুদ্ধে দেশে গণআন্দোলন চলছে। সরকারের এসব হীন প্রচেষ্টার বিরুদ্ধে বিশ্ব বিবেকও সোচ্চার। সরকার গুলি, হত্যা, গুম করে দেশের আন্দোলন যেমন দমন করতে চায়, তেমনি বন্ধু রাষ্ট্র ও সংস্থা, যারা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার দেখতে চায়, তাদের বিরুদ্ধে বিষোদগার করছে। আওয়ামী সরকার একগুঁয়েমি করে দলীয় ও ব্যক্তি স্বার্থে দেশকে বিশ্বের অন্য গণতান্ত্রিক রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করছে।’

মনববন্ধনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন সেলিম, এমদাদ হোসেন, দিদার মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা মহিলা দল নেত্রী মাজেদা বেগম, জেলা জাসাস সহ-সভাপতি রাব্বি কায়সার আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এএসএম