ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা

এম এ মালেক | প্রকাশিত: ০৮:১৪ এএম, ১০ এপ্রিল ২০২৩

বঙ্গবন্ধু সেতুর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সহজ হয়েছে। বেড়েছে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে চান্দাইকোনা মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলায় এবারের ঈদযাত্রা অস্বস্তির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবহন চালক ও যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর মহাসড়কের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় ১৪টি ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করেছে জেলা পুলিশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা মহাসড়কের প্রায় ৫১ কিলোমিটার জুড়ে ২০টি স্থান সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনাও দেওয়া হয়েছে। তবে ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে ভয়াবহ যানজটের আশঙ্কা দূর করতে সংস্কার কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা

আরও পড়ুন: ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে: রেলমন্ত্রী

রোববার (৯ এপ্রিল) কড্ডার মোড় এলাকায় কথা হয় ইসলাম পরিবহনের চালক আজাহার আলীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘নলকা সেতু নির্মাণের কারণে নিত্যসঙ্গী যানজট অনেকটাই দূর হয়েছে। তবে চার লেনের কাজের জন্য এবার ঈদে যানজট হতে পারে।’

এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা

সিরাজগঞ্জের প্রাইভেটকারচালক মনি সেখ জাগো নিউজকে বলেন, ঈদের সময় যাত্রী পরিবহন ও যানবাহনের চাপ অনেক বেশি থাকে। এ অবস্থায় এবার ঈদে এ রুটের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতে পারে। তবে ঈদের ছুটির আগেই মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সংস্কার কাজ শেষ হলে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জাগো নিউজকে বলেন, ‘মহাসড়কটিতে দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এ কারণে দুই লেনের কোনো কোনো জায়গায় এক লেন হয়ে গেছে। খানাখন্দ তো রয়েছেই। এ অবস্থায় ওভারটেকিং করতে গিয়েই যানজট বাধে।’

এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা

হেগো-মীর আক্তার জেভি প্রকল্পের হেলথ সেফটি এনভায়রনমেন্ট অফিসার মোজাফফর রহমান জাগো নিউজকে বলেন, ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যেন যানজট না হয় সেজন্য জোরেশোরেই কাজ চলছে। আশা করা যায়, এবার যানজট হবে না।

ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সংস্কার কাজ চলছে জানিয়ে চার লেন প্রকল্পের ম্যানেজার এখলাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আশা করছি, ঈদের আগেই কাজ শেষ হবে। সেইসঙ্গে যানজট রোধে এ মহাসড়কের পাঁচটি ব্রিজ ঈদের আগেই খুলে দেওয়া হবে।’

আরও পড়ুন: গাবতলীতে নেই অগ্রিম টিকিট সংগ্রহের চাপ

এবারও ভোগাবে উত্তরের ঈদযাত্রা

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জাগো নিউজকে বলেন, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেজন্য মহাসড়কে দ্রুতগতিতে কাজ চলছে। আশা করা যায় সমস্যা হবে না।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করবে।

এসআর/জেআইএম