ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, গত তিনদিন ধরে রাজশাহীর তাপমাত্রা বেড়ে চলেছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তিনি বলেন, রাজশাহীতে গত পাঁচ দিন থেকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। গত ৩ এপ্রিল এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরদিন ৪ এপ্রিল ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৫ এপ্রিল তাপমাত্রা কমে সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়। ৬ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবদুস সালাম বলেন, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেড়েছে দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস। এছাড়া রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এমন পরিস্থিতি আরও দুই তিন দিন অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম