ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, আটক ৩

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ফারুক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় রোমান মিয়া (২০) নামের আরও একজন আহত হয়েছেন। ফারুক মিয়া কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের নবীনগর পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নবীনগর পয়েন্টে মাইজবাড়ি এলাকার ফজর আলীর ছেলে রোমান মিয়ার (২০) ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার (২০) ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ঝুমন মিয়া বনানীপাড়ায় ফোন দিলে কয়েকজন যুবক রামদা, চাকু ও লাঠি নিয়ে রোমানের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: কাকরাইলে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

এসময় নবীনগর পয়েন্টে নিজ দোকানে থাকা ফারুক মিয়া তাদের ফিরাতে এলে তাকেও পিঠে ছুরিকাঘাত করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত রোমান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস