বৈকালিক চেম্বারে প্রথম সিজারিয়ান অপারেশন যশোরে
যশোরের মণিরামপুরে সদ্য চালু হওয়া বৈকালিক চেম্বারে জরুরি সিজারিয়ান অপারেশনে প্রাণ বাঁচলো প্রসূতি ও নবজাতকের। সরকারের চালু করা নতুন এ প্রকল্পে এটিই দেশের প্রথম সিজারিয়ান অপারেশন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৪ এপ্রিল)। ঘড়ির কাঁটা তখন বিকেল বেলা ৩টা ছুঁই ছুঁই। প্রসববেদনা ওঠে মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের উম্মে হাবিবা নামের একজন প্রসূতির। বাড়ির লোকজন তাকে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে দ্রুত গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখনই পাশে পান বৈকালিক চেম্বারের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়নাকে। জরুরি ভিত্তিতে অপারেশন করে তিনি প্রসূতি ও নবজাতকের প্রাণ রক্ষা করেন। ইফতারের আগে এ অপারেশন করা হয়। অপারেশনের পর হাসপাতালের কেএমসি ইউনিটে আছেন নবজাতক ও মা উম্মে হাবিবা।
এর আগে ৩০ মার্চ দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয় বৈকালিক স্বাস্থ্যসেবা। এর মধ্যে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে।
বুধবার (৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেএমসি (ক্যাঙারু মাদার কেয়ার) ইউনিটে উম্মে হাবিবা জানান, হাসপাতালের জরুরি বিভাগে আসার পর কর্তব্যরত চিকিৎসক সাবিহা মুত্তাকি জরুরি ভিত্তিতে তাকে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ মুহূর্তে গাইনি চিকিৎসক কোথায় পাবেন? যেতে হলে জেলা সদরে যেতে হবে। সেখানে পৌঁছাতেও প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যাবে। তখন আশার বাণী শোনালেন চিকিৎসক সাবিহা মুত্তাকি। তিনি বৈকালিক চেম্বারে থাকা গাইনি চিকিৎসক দিলরুবা ফেরদৌস ডায়নার কাছে যেতে বলেন।
সেখানে ডা. দিলরুবা ফেরদৌস তাকে দেখেই তাৎক্ষণিকভাবে অপারেশনের পরামর্শ দেন। পরে মাত্র সাড়ে তিন হাজার টাকায় সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উম্মে হাবিবা বলেন, ‘সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার কী তা আমার জানা ছিল না। অথচ সেই চেম্বারে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক আমার অপারেশন করেছেন। একটু দেরি হলে খারাপ কিছু ঘটতে পারতো।’
এ বিষয়ে ডা. দিলরুবা ফেরদৌস বলেন, উম্মে হাবিবার অবস্থা সংকটাপন্ন ছিল। জরুরিভাবে সিজারিয়ান অপারেশন না করা হলে মা ও নবজাতকের হয়তো খারাপ কিছু হতে পারতো। তবে দ্রুত অপারেশন করায় খারাপ কিছু ঘটেনি।’
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, বৈকালিক চেম্বার চালুর পর মণিরামপুরেই প্রথম সিজারিয়ান অপারেশন ও কোনো নবজাতকের জন্ম হলো। আমার জানামতে দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে এটিই প্রথম ঘটনা।
মিলন রহমান/এসআর/জিকেএস