ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অন্যের বাড়িতে কাজে মা, ঘরে ফাঁস নিলো মেয়ে

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:২১ পিএম, ০১ এপ্রিল ২০২৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিজ ঘরে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রিংকি আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকার ডলি মেমোরিয়াল স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। সে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রিংকির মা মোসলেমা বেগম বলেন, সকালে বড় মেয়ের সন্তান ও রিংকিকে বাড়িতে রেখে পাশের মহল্লায় অন্যের বাড়িতে কাজ করতে যাই।

কয়েক ঘণ্টা পর প্রতিবেশীদের খবরে বাড়িতে এসে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আমার মেয়ের সঙ্গে আমার রাগারাগি বা এরকম কোনো ঘটনাও ঘটেনি। আমি মেনে নিতে পারছি না এমনটা কিভাবে সম্ভব। কী কারণে মেয়ে এমন ঘটনা ঘটিয়েছে এটা আমার জানা নেই।

প্রতিবেশীরা জানান, বেলা ১১টার দিকে ওই বাড়ির দরজায় ছোট্ট শিশুকে কাঁদতে দেখে তারা রিংকিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা খুলে রিংকির ঝুলন্ত মরদেহ দেখেন। পরে তার মা ও পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কিশোরীর শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা।

মাহাবুর রহমান/এফএ/জেআইএম