সুবিধাবঞ্চিতদের প্রতিদিন ইফতার দিচ্ছে শিশুদের জন্য ফাউন্ডেশন
টাঙ্গাইলে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে শেষ রোজা পর্যন্ত এই ইফতার সামগ্রী বিতরণ করবে সংগঠনটি। টাঙ্গাইলসহ আরও ১০টি জেলায় এ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
ইফতার সামগ্রী পাওয়া স্থানীয় বস্তির বাসিন্দা আছিয়া বেগম বলেন, রোজার শুরু থেকে তারা ইফতার সামগ্রী দিচ্ছে। এমন ইফতার সামগ্রী বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ছেলেমেয়ে নিয়ে তাদের ইফতার সামগ্রী দিয়ে আমরা ইফতার করি।
কদবানু বেগম বলেন, আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলি। কিনে ইফতার খেতে হয়। আজ বানানো ইফতার পেয়ে খুব আনন্দিত।
দিনমজুর লাল মিয়া বলেন, প্রতিদিন ইফতার দেয়। কোনো দিন বিরিয়ানি আবার কোনো দিন খিচুরি দেয়। ছোলা, মুড়ি, খেজুরও পাই।
স্বেচ্ছাসেবক আহসান খান মিলন বলেন, গত তিন বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে খুব ভালো লাগছে। মানুষের মাঝে ইফতার বিতরণ করাও মানবতা। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে নিজেরা খুবই গর্বিত।
স্বেচ্ছাসেবক রিমা আক্তার রিমি বলেন, এ কাজটা করতে আমাদের অনেক ভালো লাগে। মানুষের পাশে দাঁড়ালে তারাও আমাদের ভালোবাসে এবং আমাদের জন্য দোয়া করেন।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম সুলভ বলেন, এবার আমরা বেশ কয়েকটি মাদরাসা ও এতিমখানায়ও ইফতারের আয়োজন করছি। এমন কাজে সামর্থ্য অনুযায়ী সবাইকে এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
এ বিষয়ে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৯ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১০ জেলায় প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি জানান, ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা দেওয়া হবে। প্রতিবারের মত এবারও ঈদের আগে শতাধিক সুবিধাবঞ্চিতকে দেওয়া হবে ঈদ বাজার। যেখানে থাকবে পোলাওয়ের চাল, মুরগি, সেমাই, চিনি, দুধ। ঈদের দিন ভাসমান মানুষ ও পাগলদের মাঝে পোলাও, রোস্ট, ডিমের কোরমা ও ফিরনি পরিবেশন করা হবে।
আরিফ উর রহমান টগর/এমকেআর