ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে বিএনপির মঞ্চ ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:০০ পিএম, ৩১ মার্চ ২০২৩

নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল হবে। এ উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে আলাইপুর উপশহর মাঠে মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোকজন মোটরসাইকেলে এসে মঞ্চ ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে। এ আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। এখন এর দায় আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে।

এদিকে একই জায়গায় শনিবার দুপুর ২টা থেকে শান্তি সমাবেশের জন্য শহরে মাইকিং করছে পৌর আওয়ামী লীগ।

এ বিষয়ে নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল জাগো নিউজকে বলেন, আমরাও একই স্থানে সমাবেশের জন্য আবেদন করেছি। প্রশাসন অনুমতি দিলে সমাবেশ করবো। না হয় অন্য কোথাও শান্তি সমাবেশ করবো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জাগো নিউজকে বলেন, ভাঙচুরের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কে বা কারা এটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস