ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ৩০ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনভর উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। এ দিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, সোনারগাঁয়ের মেঘনা নিউটাউন এলাকায় দীর্ঘদিন ধরে সাতটি হোটেল রেস্তোরা ও গঙ্গানগর, নয়াচর, নিউটাউন গ্রামের আবাসিক এক হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা গত ১০ বছর ধরে সরকারকে বছরে প্রায় এক কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছেন। এ পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। পুরো উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম