কৌশলে সোনার দুল-চেইন নিয়ে পালানোর চেষ্টা, দুই প্রতারককে গণপিটুনি
মাদারীপুরের রাজৈরে সোনা নিয়ে পালানোর সময় দুই প্রতারককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, দুপুরে উপজেলার সরমঙ্গল গ্রামের এক নারী টেকেরহাট থেকে বাজার করে বাড়ি ফেরার পথে টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড়ে পৌঁছালে দুই প্রতারক মো. খলিল (৪১) ও মো. লিটন (৩৮) তার পথরোধ করেন। এ সময় নারীকে লবণের প্যাকেট দেখিয়ে কৌশলে কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই নারী ব্যাপারটি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দুই প্রতারককে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
মো. খলিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে ও মো. লিটন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
রাজৈর থানার এসআই ইখতিয়ার হোসেন বলেন, প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম