ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৯ মার্চ ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে বড় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ৯৯৯-এ কল করা হলেও ঘটনাস্থলে আসেনি থানা পুলিশ।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. মামুন মিয়া (১৯), মো. রাব্বি মিয়া (১৮), সিয়াম মিয়াসহ (১৮) অজ্ঞাত ৮-১০ জনের একদল কিশোর।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কুড়িমারা (মাঝি বাড়ি) এলাকার খুর্শিদ উদ্দিনের ডিগ্রি প্রথম বর্ষে পড়ুয়া মেয়েকে একই এলাকার মো. মামুন মিয়া, মো. রাব্বি মিয়া ও সিয়াম মিয়া বিভিন্ন সময় উত্ত্যাক্ত করে আসছিল। এসব ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই কলেজছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে সম্ভ্রম নষ্টের হুমকি দেয়। কিশোর গ্যাংয়ের সদস্যরা দিনরাত ওই ছাত্রীর বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, তার নাম ধরে ডাকাডাকি ও অশালীন কথাবার্তা বলতে থাকে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী ঘরে পড়তে বসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘরের পেছন থেকে নাম ধরে ডাকাডাকি ও অশালীন কথাবার্তা বলতে থাকে। এ ঘটনায় ওই ছাত্রীর ছোট ভাই প্রতিবাদ করলে তাকে মারপিট করতে থাকে। এ সময় ওই ছাত্রী তার ভাইকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করে ও শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে তার বড় বোন এগিয়ে গেলে বখাটে সিয়াম মিয়া তাকে লাঠিপেটা করে এবং মাথার চুল ও পরণের কাপড় ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

এর আধা ঘণ্টা পর মো. মামুন মিয়া, মো. রাব্বি মিয়া ও সিয়াম মিয়া ৮-১০ জন নিয়ে দলবদ্ধ হয়ে রামদা, চাপাতি, সুইচ গিয়ার, চাইনিজ কুড়াল, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রীকে ও তার বড় বোনকে উঠিয়ে নিতে হামলা করে। কিন্তু তারা ঘরের দরজা বন্ধ করে পালিয়ে গেলে বসতঘরের টিনের বেড়া, দরজা, জানালা কুপিয়ে ভাঙচুর করে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ হাজার টাকা।

পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে খুনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় লিখত অভিযোগ দিয়েছেন।

খুর্শিদ উদ্দিন জানান, ওই বখাটের দল মাদকাসক্ত। তারা বেশকিছুদিন ধরে তার মেয়েদের উত্ত্যাক্ত করে। ঘটনার সময় জরুরি সেবা ৯৯৯ ও হোসেনপুর থানায় কল দেওয়া হলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/জেআইএম