বসতঘর থকে সোয়া ৬ লাখ ভারতীয় ওষুধ জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে পুলিশ। এ সময় দিনমোহন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ জানায়, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে ভারতীয় ওষুধ মাটিরাঙা সদর ইউনিয়নের সদয়পাড়া এলাকায় মজুত করা হয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত রাখা ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিনমোহন ত্রিপুরাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জাগো নিউজকে বলেন, প্রায়ই রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ প্রবেশ করছে। এসব ওষুধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙা থানা পুলিশ কাজ করছে। দিনমোহনসহ দুজনকে আসামি করে মামলা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এমএস