বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে বেনাপোল বন্দরে শনিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে পচনশীলসহ বিভিন্ন পণ্য নিয়ে সীমান্তের দুই পাশে আটকা পড়েছে কয়েকশ’ ট্রাক।
পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার সকালে বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের ১ নম্বর গেটের সামনে ট্রাকচাপায় নিখিল নামে এক বন্দর শ্রমিক নিহত হন। ওই ঘটনার জেরে বন্দরের বিক্ষুদ্ধ শ্রমিকরা আমদানি-রফতানি বন্ধ করে দেয়।