ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাছচাষের জন্য জলাশয় ইজারা নিয়ে ইটভাটায় মাটি সরবরাহ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:০২ পিএম, ২৭ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিল ইজারা নিয়ে শুকনো মৌসুমে এর মাটি ইটভাটায় সরবরাহের অভিযোগে ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার চামাউড়া বিলে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি (এস্কেভেটর) জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছচাষের জন্য জোনাকি মৎসজীবী সমিতির কাছে ইজারা দেয় প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষিকাজ করা হয়৷ কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার এক আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিলের মাটি অবৈধভাবে শুকনো মৌসুমে ইটভাটায় সরবরাহ করে আসছিলেন। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, সরকারি জলাশয় থেকে জোর করে জমির টপসয়েল কর্তন করে ইট প্রস্তুতের জন্য রাইফা ও আশরাফ নামে দুটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানকালে জলাশয়ের ইজারাদার সদর উপজেলার আহরন্দ গ্রামের আবু নাসেরের ছেলে মাসুদ হায়দারকে আটক করা হয়। ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘন করে কৃষি জমির টপ সয়েল কর্তনের দায়ে ১৫ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত ভেকু মেশিনটি ঘাটিয়ারা ইউনিয়ন ভূমি অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অনুমতি ছাড়া কোনো মাটিই কাটা যাবে না। ইজারাদারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সামনে যেন এই সমিতি জলাশয় ইজারা না পায়, সেই ব্যবস্থা নেবো।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস