ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৩

সিরাজগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে তাড়াশ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে উপজেলা প্রশাসন। এর আগে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম জাগো নিউজকে বলেন, গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী ফাতেমা উর্মি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মৎস্য কর্মকর্তা মাশগুল আজাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/এমএস