ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিত্যক্ত ভবনে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণ, ৩ বখাটে গ্রেফতার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৩ মার্চ ২০২৩

মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামাল বাদশা (১৮), মো. রাসেল (২২) ও মো. অভি শেখ (১৬)। এদের সবার বাড়ি শিবালয় উপজেলার তেওতা গ্রামে।

পুলিশ ও নির্যাতিত শিক্ষার্থীর পরিবার জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে জামাল বাদশা প্রেম প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করতো। বুধবার সকালে ওই শিক্ষার্থী তেওতা জমিদার বাড়ির পুকুরপাড় দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলো।এসময় জামাল বাদশা ও রাসেল তাকে ফুসলিয়ে জমিদার বাড়ির পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। এসময় ওই শিক্ষার্থী নিচে নেমে আসার চেষ্টা করলে ছুরি দেখিয়ে তাকে ভয় দেখানো হয়। রাসেল সিঁড়ির কাছে পাহারা দেয় ও জামাল বাদশা তাকে ধর্ষণ করে। এরপর শিক্ষার্থীকে রেখে দুই বন্ধু পালিয়ে যান।

আরও পড়ুন: প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রী ধর্ষণ, তরুণের যাবজ্জীবন

পরে নির্যাতিত মেয়েটি তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেন। লোকলজ্জার ভয়ে জামাল বাদশাকে ফোন করে অনুরোধ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য। জামাল তাকে আরিচা ঘাটের বারুণী মেলায় না আসলে বন্ধুদের জানিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে আসেন। মেলায় কিছুক্ষণ ঘোরার পর জামাল চলে যায়। এরপর অভি শেখ তাকে কোমলপানীয়ের সঙ্গে চেতনানাশক খাওয়ায়। সন্ধ্যায় আরিচা পুরাতন লঞ্চ ঘাটের ড্রেজার বেইজ অফিসের সামনে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম