ইউনিয়ন পরিষদে স্বামী-স্ত্রীকে তালাবদ্ধ, তদন্তের নির্দেশ আদালতের
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদের স্টোর রুমে স্বামী-স্ত্রীকে দুই ঘণ্টা তালাবদ্ধ করে রাখার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ) আদালতের বিচারক আনোয়ারুল কবির এ নির্দেশ দেন।
আদালতের নাজির মো. ইয়াছিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া ভুক্তভোগী ইউছুফের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সদর উপজেলার মিয়ার বাজার এলাকায় বাবুল নামের একজনের অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। ঘটনাটি বাবুল ইউপি চেয়ারম্যানকে জানান। চুরির ঘটনায় একই ইউনিয়নের ছোট বল্লভপুর গ্রামের পারভেজ হোসেনকে সন্দেহ করেন চেয়ারম্যান। পরদিন বিকেলে পারভেজের বাবা ইউছুফ ও মা পারুলকে পরিষদে যেতে বলা হয়।
চেয়ারম্যানের নির্দেশে তারা পরিষদে যান। এসময় পারভেজ অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন অভিযোগ তুলে তাদের গালমন্দ করেন চেয়ারম্যান। একপর্যায়ে তার নির্দেশে ইউছুফ ও পারুলকে স্টোর রুমে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা তাদের এভাবে আটকে রাখা হয়। পরে তাদের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে একই ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছাত্তারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা এখনো হাতে আসেনি। নির্দেশনার কপি পেলে তদন্তপূর্বক নির্দিষ্ট সময়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম