ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় উপহারের ঘর পাচ্ছে আরও ৮৩৬ পরিবার

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ মার্চ ২০২৩

খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে অসহায় আরও ৮৩৬ পরিবার। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৭৯টি এবং চতুর্থ পর্যায়ের ৭৫৭ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। এরমধ্যে রূপসা উপজেলায় ৭৫টি, তেরখাদায় ৯০টি, ডুমুরিয়ায় ২০০টি, পাইকগাছায় ৬৬টি, দাকোপে ৭৫টি, বটিয়াঘাটায় ৮০টি, দিঘলিয়ায় ১৮০টি এবং ফুলতলা উপজেলায় ৭০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২৩৯ পরিবার

তিনি আরও জানান, জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কাজ সফলভাবে পরিচালিত হচ্ছে। চতুর্থ পর্যায়ে প্রতিনিধি ঘর নির্মাণে ব্যয় হয় প্রায় দুই লাখ ৮৪ হাজার পাঁচশত টাকা।

জেলা প্রশাসক জানান, জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা পাঁচ হাজার পাঁচশত ২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে তৃতীয় ধাপে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা এক হাজার ৮১৯টি। বর্তমানে কাজ চলমান এক হাজার ৬২টি গৃহের। জেলায় অবশিষ্ট ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে ৩৭৬টি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম