ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বাসদুর্ঘটনা

সন্ধান মিলছে না খুলনার ৩ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৯ মার্চ ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলায় ইমাদ পরিবহনের বাসদুর্ঘটনায় খুলনার ৯ যাত্রীর মধ্যে তিনজনের সন্ধান মিলছে না। তারা হলেন আবিদ, আশরাফুজ্জামান লিংকন ও মহাদেব।

রোববার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ইমাদ পরিবহনের খুলনা রয়্যাল মোড়ের কাউন্টার মাস্টার শরীফ আল মামুন।

তিনি বলেন, ভোর ৪ টা ৫৫ মিনিটে চার যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের ২০৩ নম্বর কোচ সোনাডাঙ্গা উপজেলায় যায়। সেখান থেকে আরও পাঁচ যাত্রী নিয়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে সকালে ৮টার দিকে মাদারীপুর শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় পরিবহনটি।

কাউন্টার মাস্টার শরীফ আরও বলেন, সকালে ছয় যাত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তবে তিন যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এছাড়া চালক ও সুপারভাইজারেরও কোনো সন্ধান মেলেনি।

ওই বাসে থাকা রয়্যাল মোড়ের যাত্রী ফয়সালের মোবাইল নম্বরে ফোন দিলে একজন এ্যাম্বুলেন্স চালক বলেন, ‘মোবাইল ফোনের মালিক গুরুতর আহত হয়েছেন। কোনো কথা বলতে পারছেন না। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তার অবস্থা তেমন ভালো নয়।’ এ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সোনাডাঙ্গা থেকে ওঠা ইমাদ পরিবহনের অপর যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘বেঁচে আছি এবং সুস্থ আছি।’

নিখোঁজ যাত্রী আসফাকুজ্জামান লিংকনের বড় ভাই বিংসাম বলেন, ‘আমরা খুলনার বাসিন্দা। কাজের সুবাদে রাজবাড়িতে থাকতে হয়। ছোট ভাই একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তাকে ঢাকা ও খুলনায় থাকতে হয়। আজ সকালে তার ঢাকায় আসার কথা। তার সঙ্গে যোগাযোগ করার শত চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না।’

আলমগীর হান্নান/এসজে/জেআইএম

টাইমলাইন

  1. ০৪:৪২ পিএম, ২১ মার্চ ২০২৩ গতি নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশ, ৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
  2. ০৫:৪৮ পিএম, ২০ মার্চ ২০২৩ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে তদন্ত কমিটি
  3. ০৪:৫১ পিএম, ২০ মার্চ ২০২৩ ঘুমচোখে বাস চালাচ্ছিলেন চালক, ৩৩ ঘণ্টায়ও নেননি বিশ্রাম
  4. ১০:৪৯ এএম, ২০ মার্চ ২০২৩ ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা
  5. ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৩ নিহত পরিবারকে ২৫, আহতদের ৫ হাজার করে অনুদান
  6. ০৫:২২ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা তদন্তে কমিটি
  7. ০৫:১১ পিএম, ১৯ মার্চ ২০২৩ নিহত ১৯ জনের মধ্যে ১৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
  8. ০৪:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাস্টার্সের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার
  9. ০২:২৯ পিএম, ১৯ মার্চ ২০২৩ প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের
  10. ০২:২৫ পিএম, ১৯ মার্চ ২০২৩ মারা গেছেন স্ত্রী-কন্যা, একমাত্র ছেলেও হাসপাতালে
  11. ০২:১০ পিএম, ১৯ মার্চ ২০২৩ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাস: ফায়ার সার্ভিস
  12. ০১:৫৪ পিএম, ১৯ মার্চ ২০২৩ সন্ধান মিলছে না খুলনার ৩ যাত্রীর
  13. ১২:০৫ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯
  14. ১২:০১ পিএম, ১৯ মার্চ ২০২৩ ঢাকা মেডিকেলে দুইজনের মৃত্যু, চিকিৎসাধীন ৭
  15. ১০:৫৫ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭
  16. ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত বেড়ে ১৬
  17. ০৮:৫২ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪