ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু দিবসে স্কুলে তালা দিয়ে উধাও শিক্ষকরা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৮ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নোয়াখালীর কবিরহাটের একটি বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান না করে তালা দিয়ে লাপাত্তা ছিলেন শিক্ষকরা।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আবদুর রহমান নামে এক অভিভাবক জাগো নিউজকে বলেন, পাশের বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান হলেও মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে শিক্ষকরা উধাও হয়ে যান। বারবার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি।

এদিকে শনিবার (১৮ মার্চ) দুপুরে ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, শিশু দিবসে অনেক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিদ্যালয়ে গিয়েও তালা দেখে বাড়ি ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মকবুল হোসেন বলেন, প্রধান শিক্ষক সরকারি নিয়মের তোয়াক্কা না করে উনার নিজের মর্জিমতো চলেন। এছাড়া এ বিদ্যালয়ে সরকারি অন্যান্য দিবসও পালন করা হয় না।

অভিযোগের সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপরা রাণী ভৌমিক বলেন, বিষয়টি চরমভাবে ভুল হয়েছে। আমি এর আগের দুইদিন ছুটিতে থাকায় অন্য শিক্ষকদের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তারা দায়িত্ব পালন না করে সবাই অবহেলা করেছেন। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন না করা অত্যন্ত দুঃখজনক। কেন পালিত হয়নি সেটাও কমিটিকে অবহিত করেননি প্রধান শিক্ষক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, সরকারি নির্দেশনা পালন করা প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য। এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। ওই বিদ্যালয়ে কেন এমন হলো খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম