ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৩

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। ছয় শতাধিক নির্বাচন হয়েছে। কিন্তু কোনো পক্ষপাতিত্ব হয়নি। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগও নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি হাবিব বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চাই। দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করেছি। প্রয়োজনে আমরা আরও সংলাপ করবো। একটি শক্তিশালী বিরোধী থাকলে নির্বাচনে ব্যাল্যান্স থাকে।

নির্বাচন কমিশনার বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সব দল আগামী নির্বাচনে অংশগ্রহণ নেয়। সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা পর্বে পর্বে সংলাপ করেছি, এতে কোনো কোনো দল এসেছে, আবার কোনো দল আসেনি। আমরা দলগুলোর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের কাজগুলো দেখেন, তারপর সিদ্ধান্ত নেন, নির্বাচনে আসবেন কি আসবেন না।

এসজে/এএসএম