ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় জান্নাতুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মধুমাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালুমাঝির টিলা এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ১২ যাত্রী নিয়ে একটি স্পিডবোট যাত্রা করে। উপজেলার মধুমাছড়া এলাকায় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পানিতে ডুবে ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন জান্নাতুল বেগম। পরে স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মাথায় আঘাত পেয়েছেন।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম