ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তার পাশে পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ মার্চ ২০২৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পঞ্চবটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জাফরাবাদ নয়াবাজারের কাছে নদীর পাড়ের রাস্তার পাশে একটি বাজারের ব্যাগে কে বা কারা দুই নবজাতকের মরদেহ ফেলে রাখে। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআর/জেআইএম