ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বলন্ত চুলার ওপর উপড় হয়ে পড়ে ছিল গৃহবধূ, পরে মৃত্যু

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৬ মার্চ ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে চুলার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নোয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নুপুর বেগম (২৪)। তিনি ওই গ্রামের প্রবাসী আহাদ মিয়ার বড় ছেলে জায়েদ মিয়ার (৩০) স্ত্রী। তাদের চারমাস বয়সী শাফি নামের এক ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু শাফির খাবার তৈরি করতে রান্নাঘরে যান নুপুর বেগম। কিছুক্ষণ পর দেখা যায়, চুলার আগুনে দগ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন ওই গৃহবধূ। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গৃহবধূর শাশুড়ি আছারুন বেগম বলেন, ‘পুত্রবধূর উচ্চ রক্তচাপ ছিল। সে শিশুর খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। আমি ঘরের বাইরে ছিলাম। এসে দেখি সে চুলার ওপর উপুড় হয়ে পড়ে আছে। তখন আমি চিৎকার দিলে আমার ছেলে জায়েদ ও আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’

মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ঘটনা শুনে আমি তাদের বাড়ি গিয়েছি। পরিবারটি শান্তিপূর্ণ। কোনো ঝগড়া-বিবাদ নেই। মেয়ের মায়ের দাবি অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় সন্দেহমূলক কাউকে আটক করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ/এসআর/এএসএম