ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় জেলের অর্থদণ্ড, নিলামে নৌকা বিক্রি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৫ মার্চ ২০২৩

বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি তিনটি নৌকা ১১ হাজার ৩৫০ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

রোববার (৫ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিলন সিকদার (৩৫) ও মো. মঞ্জু (৪০)। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটার ফেরিঘাট এলাকায়।

বরগুনায় জেলের অর্থদণ্ড, নিলামে নৌকা বিক্রি

জানা যায়, রোববার (৫ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করে মৎস্য বিভাগের টহল দল। এসময় তিনটি মাছ ধরার নৌকা, দুটি অবৈধ বেহুন্দি জাল, ড্রাম ও জাটকাসহ ছোট মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ছোট মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

এ বিষয়ে আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পায়রা নদীর ফেরিঘাট এলাকায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/জেআইএম