বিয়েবাড়িতে মাংস নিয়ে বিতণ্ডা, বরের বাবাকে পিটিয়ে হত্যা
নীলফামারীর জলঢাকায় বিয়েবাড়িতে বাকবিতণ্ডায় বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুরু মিয়া। তিনি রংপুরের হাজিরহাট এলাকার উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়া নিয়ে সংঘর্ষ, নববধূকে তালাক দিলেন বর
স্থানীয়রা জানান, পারিবারিকভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সঙ্গে বিয়ে ঠিক হয় নুরু মিয়ার ছেলে জোনাব আলীর। তবে বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াইশো অতিথি আসে। ফলে মাংস কম পাওয়ায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কনের বাবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজু আহম্মেদ/আরএইচ/জেআইএম