ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ১০:০২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গোলাম আকবর (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে। আহত গোলাম আকবর উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিম্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালিতে গুরুতর আহত হন তিনি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো. রিপন চৌধুরী বলেন, সন্ধ্যায় মাইন বিস্ফোরণে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন আছে।

নাইক্ষংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, মাইন বিস্ফোরণে গোলাম আকবর নামে এক যুবক আহত হয়েছে বলে শুনেছি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস