ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর আগমন: ১১ মার্চ জনসমুদ্র হবে ময়মনসিংহ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ময়মনসিংহে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর আগমনে ময়মনসিংহ জনসমুদ্রে পরিণত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক, চিফ হুইপ আতিকুর রহমান আতিক এমপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপিসহ প্রমুখ।

বর্ধিত সভায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা-উপজেলার নেতাকর্মীরা যেন সভাস্থলে নির্বিঘ্নে এসে জনসভায় যোগ দিতে পারেন সেজন্য বাস, ট্রাক, ট্রেনসহ পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম