ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের কাছ থেকে মাদক কারবারি ছিনতাই

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

বাগেরহাটের শরণখোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ইলিয়াস শিকদার নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। পলাতক মাদক কারবারি ইলিয়াস শিকদার শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত আ. রশিদ শিকদারের ছেলে।

আহতরা হলেন, উপ-পরিদর্শক এসআই আব্দুস সালাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন।

মাদক কারবারি ছিনতাইয়ের ঘটনায় রাতেই ওই গ্রামের আ. রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

কোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারি। তিনি দির্ঘদিন এ কাজ করে আসছে। এ কারণে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জাগো নিউজকে বলেন, গোপন খবরে পশ্চিম খোন্তাকাটা এালাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইলিয়াসকে আটক করা হয়। এ সময় ইলিয়াসের সহযোগী ১০-১২ জন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এএসআই শফিকুর রহমান ও কনেস্টবল মো. মিলনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসজে/জেআইএম