নিঃসন্তান দম্পতির ‘চিকিৎসা’ করতে গিয়ে ধরা দুই ভুয়া কবিরাজ
বিয়ের ৯ বছরেও সন্তান হয়নি খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের আমির হোসেন-সুমী আক্তার দম্পতির। কবিরাজী চিকিৎসায় তাদের সন্তান হবে এমন আশ্বাসে চিকিৎসা শুরু করেন। কিন্তু কবিরাজী চিকিৎসা করাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুই ভুয়া কবিরাজ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নের গড়গড়িয়া এলাকা থেকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মৃত ছিদ্দিক আহমেদের ছেলে মো. নুরুল ইসলাম (৬৪) ও একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ইলিয়াছ (৫২)।
জানা গেছে, দাম্পত্য জীবনের ৯ বছরেও সন্তান হয়নি ওই দম্পতির। কবিরাজী চিকিৎসায় তাদের সন্তান হবে এমন আশ্বাস দিয়ে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে আসেন দুই কবিরাজ। তাদের সন্তান হবে এমন বিশ্বাসে তারা চিকিৎসা নিতে রাজি হলে রাত ১১টার দিকে তাদেরকে দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খেতে দেন। চেতনানাশক ওষুধ মিশ্রিত দুধ পান করার পর আমির হোসেন ও সুমী আক্তার বিছানায় লুটিয়ে পড়েন।
এ সময় প্রচণ্ড মাথাব্যথায় তারা চিৎকার করলে আমির হোসেনের বড় ভাই মো. ময়নাল হোসেনসহ প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দুই কবিরাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পরপরই অজ্ঞান অবস্থায় আমির হোসেন-সুমী আক্তার দম্পতিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, আটকদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমির হোসেনের বড় ভাই মো. ময়নাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম