ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চোরকে জাপটে ধরলেন বাবা-ছেলে, জনতার পিটুনিতে মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীর গলাচিপায় ঘরে ঢুকে চুরি করার সময় গণপিটুনিতে লিটন খন্দকার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ ওয়ার্ডের তুলারাম গ্রামে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

লিটন খন্দকার ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ গ্রামের রফিক খন্দকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার পানপট্টি তুলাতলী গ্রামের নজরুল গাজীর (৫০) ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ দুজন। নজরুল গাজীর ছেলে ইউসুফ গাজী বিষয়টি টের পেয়ে যান। চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাবা-ছেলে মিলে লিটনকে জাপটে ধরে ফেলেন। এসময় অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে জনতার পিটুনিতে অসুস্থ হয়ে পড়েন লিটন। ওই রাতে থানায় খবর দিলে পুলিশের সহায়তায় তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম