কক্সবাজার পাসপোর্ট অফিসে অভিযান, দুজনের ১০ দিন করে কারাদণ্ড
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযানের পর আটক দুজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার ১১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩২) ও পেকুয়া শীলখালীর সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, অনিয়মের অভিযযোগে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এসময় দুজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক ১০ দিন করে কারাদণ্ড দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা বলেন, সরকারি কাজে বাধা ও গ্রাহক হয়রানীর অভিযোগে তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম