ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগে লাঞ্ছনাকারী-চাঁদাবাজদের স্থান নেই: সাদ্দাম হোসেন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ছাত্রলীগ শুধু রাজনৈতিক সংগঠন নয়, আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান। ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাত্রলীগের লক্ষ্য নয়। ছাত্রলীগ কর্মীরা আদর্শের বলিয়ান হবে, ভালো ছাত্র হবে বলে অঙ্গীকার করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, যারাই মেয়েদের শ্লীলতাহানি কিংবা বিরক্ত করে তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্রলীগে লাঞ্ছনাকারী, চাঁদাবাজদের কোনো স্থান নেই।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বক্তব্য চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দর্শক সারিতে বসেছিলেন।

ছাত্রলীগে লাঞ্ছনাকারী-চাঁদাবাজদের স্থান নেই: সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন বলেন, কর্মী হয়ে কোথায় টেন্ডার হচ্ছে খোঁজ নেওয়া ছাত্রলীগের কাজ নয়। নিজেদের ক্যারিয়ার গড়তে আমরা ছাত্রলীগ করি না। ছাত্র সমাজের জন্য ছাত্রলীগ করি। আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দর শিক্ষার পরিবেশ পায় সে লক্ষ্যে কাজ করি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ভাবে চলতে হবে। ছাত্রলীগ সমস্যা তৈরি করবে না, সমাধান করবে। এটাই ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা প্রেমিক হবে, ভালবাসতে শিখবে। পাশাপাশি যারা মেয়েদের, আমাদের বোনদের নিপীড়িত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম