ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মান্দায় নিভৃতপল্লীতে দিনব্যাপী বইমেলা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁর মান্দায় নিভৃতপল্লীতে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের আয়োজনে এ মেলা হয়।

বইমেলার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিক।

জানা গেছে, গত ১২ বছর ধরে এখানে বইমেলা হয়ে আসছে। প্রতিবছর ফেব্রুয়ারিতে ভাষা শহীদের স্মরণে এ নিভৃত পল্লীতে এক অনন্য বইমেলার আয়োজন করা হয়। রাজশাহী ও স্থানীয় বইয়ের দোকানিরা সেখানে স্টল দেন। মেলায় দেশের বিভিন্ন গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়। তারা শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে এলাকাবাসীর মধ্যে সচেতনরা বাড়ানোর চেষ্টা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষা কার্যক্রম ছাড়াও সংগঠনটি দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বার্ষিক বই মেলার আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম চালানো হয়। এছাড়া অনন্য বই মেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, অভিনয়, কৌতুক, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মনজুর হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহম্মেদ, হেরিটেজ বাংলাদেশ আর্কাইভসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, মান্দার শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, রাজশাহীর কথা সাহিত্যিক নিরমিন শিমেল, লেখক, গবেষক ও সমাজসেবক ডি এম খোশবর আলী, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সহ-সভাপতি নুরুন নবী প্রভাত মৃধা, নওগাঁ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আশিক, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সভাপতি মোজাম্মেল হক, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।

আব্বাস আলী/এমআরআর/জেআইএম