ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যাজিস্ট্রেট দেখে এক্সক্যাভেটর রেখে পালালেন সবাই

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেট দেখে এক্সক্যাভেটর রেখে পালিয়ে যান মাটি কাটায় জড়িত লোকজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ইমামুল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। আবাদির জমির মাটির কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখতে পেয়ে ঘটনাস্থলে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর রেখে জড়িতরা পালিয়ে গেছেন। মাটি কাটার এক্সক্যাভেটর জব্দ করে স্থানীয় সারোয়াতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীসময়ে এক্সক্যাভেটর মালিক পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন