মার্চে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হবে: পানি সম্পদ উপমন্ত্রী
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, হাওরে ৫৪ ভাগ ফসল রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, কৃষকের বোরো ধান ঘরে না তোলা পর্যন্ত সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের কৃষকদের নিয়ে সব সময় চিন্তা করেন। এমনকি তাদের যাতে প্রতি বছর সোনালী ধান ঘরে তুলতে কোনো অসুবিধা না করতে হয় সেজন্য হাওর রক্ষায় স্থায়ী সমাধানে কাজ করছেন তিনি।
আরও পড়ুন: বরাদ্দ শত কোটি থাকলেও কাজ শেষ নিয়ে শঙ্কা
তিনিও আরও বলেন, প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে কেউ অনিয়ম-দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে নির্দেশনা দিয়েছেন সে লক্ষ্যে কাজ করছি।
এসময় সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস