ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘরে তোলার আগেই দুর্বৃত্তের আগুনে পুড়লো বর্গা চাষির সরিষা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেলো সদ্য ক্ষেত থেকে তোলা সরিষা। রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুঁইকুড়া বিলের পাশে জড়ো করে রাখা সরিষায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত বর্গা চাষি নূর ইসলাম সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের বাসিন্দা। তার দাবি, আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে তার। তবে কে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে জানেন না তিনি।

নূর ইসলাম বলেন, ‘ভোরে লোকজনের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যাই। দেখি আমার সাত বিঘা জমি থেকে তুলে জড়ো করে রাখা সরিষায় আগুন জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করলেও বেশকিছু সরিষা পুড়ে গেছে। তবে কিছু সরিষা অক্ষত আছে।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করছি। গত দুবছর আবাদ ভালো না হওয়ায় ঋণের মুখে পড়েছিলাম। চলতি বছর সরিষার ভালো ফলনে ঋণ শোধের আশা করেছিলাম। আগুনে সে স্বপ্ন শেষ। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা মীর আব্দুল হান্নান বলেন, ‘সরিষা চাষি নূর ইসলাম অত্যন্ত দরিদ্র। তার জড়ো করে রাখা সরিষায় আগুন দেখে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হই। গুদাম থেকে প্রায় ৫০ শতাংশ সরিষা পুড়ে নষ্ট হয়েছে।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে