ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় বিএনপির পদযাত্রায় হামলা, আহত ১০ নেতাকর্মী

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ভোলায় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ভোলা সদর হাসপাতালে আট জন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলম অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনকালে ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এদের মধ্যে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হাফেজ বাহালুল ও সাধারণ সম্পাদক এমরান গুরুতর আহত হয়েছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস