ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় পিকনিকে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:১১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

পিকনিক থেকে ফেরার পথে নদীতে ডুবে সৈকত হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৈকত সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে। সে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: পিকনিকে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে ওই স্কুলের শিক্ষকসহ প্রায় চারশত ছাত্রছাত্রী পিকনিকে যায়। তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাগেরহাট ভ্রমণ শেষে ফেরার পথে রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙা ব্রিজের ওপরে গাড়ি থামানো হয়। তখন অনেক শিক্ষার্থী ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এ সময় সৈকতও ব্রিজের একটা উঁচু জায়গায় উঠে ছবি তোলার সময় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান জামান জানান, রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তার মৃতদেহ সাতক্ষীরায় আনা হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম