ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মিনার হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা এ দুর্ঘটনা ঘটে।

মিনার হোসেন বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি একটি মোটর গ্যারেজের শ্রমিক।

আরও পড়ুন: রেললাইনের ওপর বন্ধ হয়ে যায় ভটভটি, চলন্ত ট্রেনের ধাক্কা

গোলাম রব্বানী নামের এক প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার সময়ে মিনার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসছিল সেটি তিনি খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মিনার। সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সান্তাহার থেকে বগুড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় মিনারের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরএইচ/জিকেএস